Welcome - Biva School & College

শতাব্দীর সকল চ্যালেঞ্জ মোকাবেলার লক্ষ্যে শিক্ষার্থীর সুপ্ত প্রতিভা ও লুপ্ত মেধাকে বিকশিত করে উদ্যোগী, নিষ্ঠাবান, ত্যাগী, আদর্শ ও শিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তোলাই হচ্ছে বিভা একাডেমীর লক্ষ্য ও উদ্দেশ্য।একটি প্রগতিশীল শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার প্রয়াসে ১৯৯৬ সালের ২৪ মে প্রতিষ্ঠিত হয় বিভা একাডেমী। ইতোমধ্যে আমাদের শিক্ষাদান পদ্ধতি সর্বমহলে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। এর ধারাবাহিকতায় আন্তর্জাতিক প্রতিষ্ঠান বৃটিশ কাউন্সিল থেকে ISA(International School Award) ফুল এ্যাওয়ার্ড অর্জন করতে সক্ষম হয়েছে। এতে বিভা একাডেমীর শিক্ষার্থীরা দেশ বিদেশের  বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের সাথে পারস্পারিক ভাবের আদান-প্রদানের মাধ্যমে পাঠদান কার্যক্রম অংশগ্রহণ করে চিন্তন দক্ষতার বিকাশ ঘটিয়ে নিজেকে বহির্বিশ্বে যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তুলবে পারবে।


বিজ্ঞানভিত্তিক শ্রেণি কার্যক্রম, ধারাবাহিক অনুশীলন, আধুনিক শিক্ষা উপকরণ ব্যবহার পূর্বক পাঠদান করা হয়। সুপরিকল্পিত শিক্ষা পদ্ধতি, দক্ষ ব্যবস্থাপনা ও শিক্ষক মন্ডলীর ঐকান্তিক প্রচেষ্টায় আর্দশ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে অত্র এলাকায় স্বীকৃতি অর্জন করেছি প্রতিষ্ঠানটি। বিদ্যালয়ের অভ্যান্তরীন পরীক্ষাসহ পাবলিক পরীক্ষা পিইসি, জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফল অত্যন্ত ভাল। শুধু ভালো ফলাফল অর্জনই নয়, মানসম্মত শিক্ষা ও প্রযুক্তিনির্ভর জ্ঞানার্জনের মাধ্যমে শিক্ষার্থীদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের অন্যতম লক্ষ্য।শিক্ষার্থীরা জীবনের প্রতিটি ক্ষেত্রে তাদের প্রতিভা বিকাশে উজ্জ্বল স্বাক্ষর পাশাপাশি নিজেদেরকে ভাল মানুষ হিসেবে গড়তে তুলতে সক্ষম হবে।