• Study Tour

    Study Tour

Updates
২৬ মার্চ ২০২৩ সাধীনতা দিবস উপলক্ষে চিত্রাংকণ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে-অধ্যক্ষ, বিভা স্কুল এন্ড কলেজ। ১৭ মার্চ ২০২৩ জাতীয় শিশু দিবস উপলক্ষে চিত্রাংকণ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে-অধ্যক্ষ, বিভা স্কুল এন্ড কলেজ। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ ২০২৩, ১ থেকে ৪ মার্চ অনুষ্ঠিত হবে। অধ্যক্ষ-বিভা স্কুল এন্ড কলেজ। বার্ষিক শিক্ষা সফল ২০২৩, 25 March 2023 সোনার গাঁ ও পানাম নগরে অনুষ্ঠিত হবে।অধ্যক্ষ -বিভা স্কুল এন্ড কলেজ। ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে বিজয় র‌্যালি ও চিত্রাংকণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। অধ্যক্ষ বিভা স্কুল এন্ড কলেজ। Pre-Spring Semester Exam 11-16 February 2023 অনুষ্ঠিত এবং Spring Semester Exam 1-13 April 2013 অনুষ্ঠিত হবে। মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রভাত ফেরি, চিত্রাংকণ প্রতিযোগিতা, শুদ্ধস্বরে উচ্চারণ ও বানান শদ্ধিকরণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রিয় শিক্ষার্থী/অভিভাবক, ০১ জানুয়ারি থেকে ওয়েব সাইডে ২০২৩ শিক্ষাবর্ষের Home work ও Class Work দেয়া হবে।। অধ্যক্ষ-বিভা স্কুল এন্ড কলেজ।
Message Corner
  • মো: মোরশেদ আলম

    মো: মোরশেদ আলম

    প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ

  • মো: মোরশেদ আলম

    মো: মোরশেদ আলম

    প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ

Welcome to Biva School & College

শতাব্দীর সকল চ্যালেঞ্জ মোকাবেলার লক্ষ্যে শিক্ষার্থীর সুপ্ত প্রতিভা ও লুপ্ত মেধাকে বিকশিত করে উদ্যোগী, নিষ্ঠাবান, ত্যাগী, আদর্শ ও শিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তোলাই হচ্ছে বিভা একাডেমীর লক্ষ্য ও উদ্দেশ্য।একটি প্রগতিশীল শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার প্রয়াসে ১৯৯৬ সালের ২৪ মে প্রতিষ্ঠিত হয় বিভা একাডেমী। ইতোমধ্যে আমাদের শিক্ষাদান পদ্ধতি সর্বমহলে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। এর ধারাবাহিকতায় আন্তর্জাতিক প্রতিষ্ঠান বৃটিশ কাউন্সিল থেকে ISA(International School Award) ফুল এ্যাওয়ার্ড অর্জন করতে সক্ষম হয়েছে। এতে বিভা একাডেমীর শিক্ষার্থীরা দেশ বিদেশের  বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের সাথে পারস্পারিক ভাবের আদান-প্রদানের মাধ্যমে পাঠদান কার্যক্রম অংশগ্রহণ করে চিন্তন দক্ষতার বিকাশ ঘটিয়ে নিজেকে বহির্বিশ্বে যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তুলবে পারবে।


বিজ্ঞানভিত্তিক শ্রেণি কার্যক্রম, ধারাবাহিক অনুশীলন, আধুনিক শিক্ষা উপকরণ ব্যবহার পূর্বক পাঠদান করা হয়। সুপরিকল্পিত শিক্ষা পদ্ধতি, দক্ষ ব্যবস্থাপনা ও শিক্ষক মন্ডলীর ঐকান্তিক প্রচেষ্টায় আর্দশ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে অত্র এলাকায় স্বীকৃতি অর্জন করেছি প্রতিষ্ঠানটি। বিদ্যালয়ের অভ্যান্তরীন পরীক্ষাসহ পাবলিক পরীক্ষা পিইসি, জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফল অত্যন্ত ভাল। শুধু ভালো ফলাফল অর্জনই নয়, মানসম্মত শিক্ষা ও প্রযুক্তিনির্ভর জ্ঞানার্জনের মাধ্যমে শিক্ষার্থীদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের অন্যতম লক্ষ্য।শিক্ষার্থীরা জীবনের প্রতিটি ক্ষেত্রে তাদের প্রতিভা বিকাশে উজ্জ্বল স্বাক্ষর পাশাপাশি নিজেদেরকে ভাল মানুষ হিসেবে গড়তে তুলতে সক্ষম হবে। 

Read More
Why Should you Choose Biva School & College ?

Biva School & College স্কুলের নিজস্ব কতকগুলো ব্যতিক্রমধর্মী বৈশিষ্ট্য রয়েছে যে বৈশিষ্ট্যগুলোর কারনেই মূলত এই স্কুলে আগত ছাত্র-ছাত্রীরা ধাপে ধাপে নিজেদের উন্নয়ন ঘটাতে পারে
নিম্নে বৈশিষ্ট্যসমূহ উল্লেখ করা হল :

 

* বিষয়ভিত্তিক সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রীধারী শিক্ষক/শিক্ষিকা কর্তৃক পাঠদান।
* সম্পূর্ণ নিরপেক্ষ নিয়োগপরীক্ষার মাধ্যমে যোগ্যতার ভিত্তিতে শিক্ষক/শিক্ষিকা নিয়োগ দান।
* গণিত ও ইংরেজি বিষয়ে সাধারণ ক্লাস ছাড়াও অতিরিক্ত ক্লাস এর ব্যবস্থা।
* নিয়মিত শ্রেণিকক্ষে পাঠ্যবিষয় বুঝিয়ে দিয়ে পড়া দেয়া এবং পরের দিন পড়া আদায় করা।
* দৈনিকপাঠ না শিখলে সংশোধনী ক্লাসের মাধ্যমে পড়া শেখানোর ব্যবস্থা।
* সকল শাখায় ছাত্র-ছাত্রীর সংখ্যা ৩০-৩৫ জনের মধ্যে সীমিত।
* জুনিয়রওয়ান ও প্রথম শ্রেণিতে সার্বক্ষণিক দু’জন শিক্ষকের ব্যবস্থা।
* নিয়মিত ডায়েরি সংরক্ষণ এবং দৈনিক পাঠ মূল্যায়নের ভিত্তিতে ডায়েরি মার্কস এর ব্যবস্থা।
* কম্পিউটার শিক্ষার সুব্যবস্থা।
* আরবি ও ধর্মীয় নিয়ম-নীতির ব্যবহারিক শিক্ষার ব্যবস্থা।
* চিত্রাঙ্কনের বিশেষ ব্যবস্থা।
* শিক্ষার্থীদেরকে শৃঙ্খলাবদ্ধ ও স্বনির্ভর করে গড়ে তোলার ব্যবস্থা।
* আধুনিক স্বাস্থ্যসম্মত শ্রেণিকক্ষ।
* সু-সজ্জিত বিজ্ঞানাগার ও কম্পিউটার ল্যাব।
* ছাত্র-ছাত্রী ভর্তির ক্ষেত্রে যোগ্যতা ও মেধার প্রাধান্য দেয়া।
* ছাত্র-ছাত্রীর শ্রেণি অনুসারে উপযুক্ত বয়সের প্রতি সর্বাধিক গুরুত্বারোপ।
* ছাত্র-ছাত্রীদের লেখাপড়া সম্পর্কিত যেকোন ধরনের সমস্যা ও পরামর্শ সরাসরি ব্যক্তিগতভাবে কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করার সুযোগ।
* যেকোন ধরনের শারীরিক ও মানসিক শাস্তি প্রদান সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
* অনুত্তীর্ণ শিক্ষার্থীদের আগের ক্লাসে রেখে যথাযথ যত্নের ব্যবস্থা।
* সুনিয়ন্ত্রিত শৃংখলাপদ্ধতি ও কঠোর নিরাপত্তাব্যবস্থা।

Our Teachers
Latest Events
All Events
counter Img
283

HAPPY STUDENTS

counter Img
10

DUTYFUL TEACHERS

counter Img
0

HELPFUL STAFF

counter Img
3

TOTAL BRANCH